Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ

 

          বাংলা ০৭ ই কার্ত্তিক ১৪১৩ বঙ্গাব্দে ১৫ শতক জমির উপর দ্বিতলা বিশিষ্ট একটি কম্পপ্লেক্স ভবন স্থাপিত করেন। উক্ত  কম্পপ্লেক্স ভবনটি ১২টি কক্ষ বিশিষ্ট।  নিচ তলায় ৮টি কক্ষ বিশিষ্ট  ১.চেয়ারম্যানের অফিস কক্ষ ২. সচিব অফিস কক্ষ ৩. ইউনিয়ন পরিষদের গোডাউন ৪. সদস্য/সদস্যাদের অফিস কক্ষ, ৫. নামাজের কক্ষ,  ৬. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের কক্ষ, ৭. গ্রামপুলিশদের রাতে ডিওটির কক্ষ ৮. জেনারেটর কক্ষ ও একটি বাথরুম। দ্বিতলায় ১. দূযোর্গ কমিটি কক্ষ ২. গ্রন্থাগার কক্ষ, ৩.  ৪. অতিথিদের জন্য কক্ষ ৫. চেয়ারম্যান সাহেবের বরাদ্দ কক্ষ ও একটি বাথরুম। ৬নং আশাশুনি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি : চেয়ারম্যান-১জন, সংরক্ষিত মহিলা সদস্যা-৩ জন, পরুষ সদস্য-০৯ জন ও  ইউপি সচিব- ১ জন। দফাদার সহ গ্রামপুলিশ ১০ জন এবং সর্বক্ষন জনগনের সেবা প্রদানের জন্য একজন পুরুষ উদ্যোক্তা ও একজন মহিলা উদ্যোক্তা হিসেবে নিয়োজিত আছে। যোগাযোগ- উপজেলা থেকে ০১ কিঃমি দুরাত্ব । যাতয়াতের জন্য ভ্যান ও মটর সাইকেল ব্যবহার করা হয় ভ্যানে যাতায়াত খরজ ০৫/- টাকা ও মটর সাইকেলে খরচ ১৫/- টাকা। ইউনিয়ন পরিষদের হট লাইন- ০১৭১১-১৪৪১৬৬ (চেয়ারম্যান, ৬নং আশাশুনি ইউনিয়ন পরিষদ,আশাশুনি,সাতক্ষীরা।)