ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ক্ষমতাবলে সরকার এ সংক্রান্ত একটি বিধিমালা চূড়ান্ত করেছে বলে জানা গেছে। এই বিধিমালায় ইউনিয়ন পরিষদের কর আদায়ের ক্ষমতা এবং আওতা বৃদ্ধির প্রস্তাবনা সন্নিবেশিত করা হয়েছে। বিধিমালায় কর আদায়ের বিস্তারিত পদ্ধতি এবং প্রয়োগ সংক্রান্ত ৪৬টি বিধি সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই বিধিমালা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ তার আওতাভুক্ত এলাকার প্রতিটি পাকা-আধা পাকা বাড়ি, হাট-বাজার, ঘাট ছাড়াও কিন্ডারগার্টেন স্কুল, কোচিং সেন্টার ও প্রাইভেট হাসপাতালসহ অনুরুপ প্রতিষ্ঠান হতে নির্ধারিত হারে বার্ষিক কর আদায় করতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমুহের জন্য ইউনিয়ন পরিষদের লাইসেন্স গ্রহণ ও বাৎসরিক ভিত্তিতে তা নবায়ন বাধ্যতামূলক করা হয়েছে। সেইসাথে নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার ক্ষমতও দেয়া হচ্ছে ইউনিয়ন পরিষদকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS