গ্রাম পুলিশের দায়িত্ব
***প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষকে সহায়তা করা।
***সরকারী নির্দেশে জাতীয় উন্নয়ন ও আর্থ সামাজিক কাজে সহায়তা করা।
***দেশের সিভিল প্রশাসনকে সহায়তা করা।
***আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করা। যেমনঃ- জাতীয় ও স্থানীয় নির্বাচন, দূর্গা পুজা সহ স্থানীয় পর্যায়ের সকল কার্যক্রমে গ্রামপুলিশ বিশেষ ভুমিকা পালন করে থাকে। চেয়ারম্যানে সাহেবের নির্দশনা মোতাবেক তারা সকল কর্মকান্প করে থাকে। ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন গ্রামে, পাড়ায়/মহল্লায় গ্রামপুলিশরা নিরাপত্তার ব্যবস্থা করে।
সর্বপরী তারা গ্রামের আ্ঈন শৃংখলা রাক্ষায় সচেষ্ট থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS